কালিহাতীতে ছদ্মবেশে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

Spread the love

জাহাঙ্গীর আলম:
টাঙ্গাইলের কালিহাতীতে লুঙ্গি-গামছা পড়ে ছদ্মবেশ ধারণ করে দুই মাদক ব্যবসায়ীকে ১৫০ পিস ইয়াবাসহ আটক করেছে কালিহাতী থানা পুলিশ।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে কালিহাতী পৌর এলাকার সিলিমপুর চাটিপাড়া আক্তার হোসেনের মার্কেটের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, ঘাটাইল উপজেলার জামালপুর গ্রামের আ: গফুরের ছেলে মোঃ মনিরুল ইসলাম মনির (৩৫) ও গোপালপুর উপজেলার কামাক্ষাবাড়ী গ্রামের আব্দুর রহিম ভূঁইয়ার ছেলে মোঃ সুমন ভূঁইয়া (৩২)।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, মাদক সমাজের জন্য ভয়ংকর অভিশাপ। সমাজ তথা দেশকে মাদক থেকে রক্ষার জন্য আমরা কঠোর পুলিশি কার্যক্রম পরিচালনা করে আসছি। তারই ধারাবাহিকতায় আজ (২ জানুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মিন্টু চন্দ্র ঘোষ ও সঙ্গীয় ফোর্স লুঙ্গি-গামছা পড়ে ছদ্মবেশ ধারণ করে কালিহাতী পৌর এলাকার সিলিমপুর চাটিপাড়া আক্তার হোসেনের মার্কেটের সামনে থেকে ১৫০ পিস ইয়াবাসহ ওই মাদক ব্যবসায়ীদের আটক করেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।