কালিহাতীতে বালু ব্যবসার প্রতিবাদ করায় পিতা-পুত্রের উপর হামলা

Spread the love

স্টাফ রিপোর্টার :

টাঙ্গাইলের কালিহাতীতে ১৪৪ ধারা মামলা করায় বাদী ও তার ছেলেকে হামলা করেছে কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহুরুল ইসলামের অনুসারীরা।

বুধবার (১০ মে) বিকালে জোগারচর বাজার থেকে তার নিজ বাড়ি কূর্শাবেনু যাওয়ার পথে এ ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানায়, কুর্শাবেনু এলাকায় জমির মাটি কেটে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহুরুল ইসলাম ও তার লোকজন অবৈধভাবে বিক্রি করছে। এর প্রতিবাদে আব্দুল বারেক বাদী হয়ে কোর্টে মামলা দায়ের করলে ১৪৪ ধারা জারী করা হয়। এর পর থেকে নানা ভাবে জহুরুলের লোকজন তাকে ও তার পরিবারের লোকজনদেরকে হুমকি দিয়ে আসছিলো। ঘটনার দিন পুর্বপরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ঘটনাস্থলে এসে হামলা চালায়।

এ সময় আব্দুল বারেকের ছেলে বাধা দিতে গেলে হামলাকারীরা লোকমান মিয়া নামে তার ছেলেকেও গুরুতর জখম করে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

এ ঘটনার আগেও গত মঙ্গবার শফিকুল ইসলাম মিলন নামে অপর ব্যক্তিকে মারধর করে জহুরুলের লোকজন।

মিলন মিয়া বলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহুরুল ইসলাম ও তার সাথে থাকা ইউসুফ,বেল্লাল, নূর নবী সহ কয়েকজন এই হামলার সাথে সরাসরি জড়িত রয়েছে।

এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান বলেন, এ বিষয়ে কোন প্রকার অভিযোগ পায়নি৷ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

গোহালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহুরুল ইসলাম বলেন, আমি এ বিষয়ে কিছু জানিনা। আমি টাঙ্গাইল অবস্থান করি। এই মারামারির বিষয়ে কোন ভাবে জড়িত নই আমি।

যুগধারা ডট টিভি/অন্তু