কালিহাতীতে বিজয় মিছিল বিএনপির নেতাকর্মীদের ঢল

Spread the love

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে শেখ হাসিনার পদত্যাগে বিজয় মিছিল করেছে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার(৬ আগস্ট) বেলা ১১ টার দিকে উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ-সংগঠনের শত শত নেতাকর্মী টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের কালিহাতী বিদ্যুৎ অফিস হতে বাসস্ট্যান্ড অভিমুখে যাত্রা করে। পরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নির্যাতিত, নিপীড়িত বিএনপি নেতাকর্মীদের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী বয়েল মিল মাঠে সমাগত হয়। পরে মহাসড়কজুড়ে উল্লাস করে নেতাকর্মীরা মিছিল করে।

কালিহাতী বয়েল মিলে মাঠে অবস্থানকালীন নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন- উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ, টাঙ্গাইল জেলা জিয়া পরিষদের সভাপতি একেএম আব্দুল আওয়াল, কালিহাতী পৌর বিএনপি সাবেক সভাপতি আলী আকবর জব্বার।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাশেদুল ইসলাম রতন, বিএনপি নেতা মোহাম্মদ আলী, কালিহাতী পৌর জিয়া পরিষদের সাধারণ সম্পাদক শহিদুর রশিদ শহীদ প্রমুখ।