কালিহাতীতে বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন

Spread the love

কালিহাতী প্রতিনিধি ঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার খিলদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত তিন তলা ভবনের উদ্বোধন করেন টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের সংসদ সংসদ হাছান ইমাম খান সোহেল হাজারী। সোমবার (২৬ ডিসেম্বর) বিকেলে কালিহাতী এলজিইডি’র বাস্তবায়নে ১ কোটি ২২ লাখ ১৬ হাজার ২৬৭ টাকা ব্যয়ে নির্মিত ভবনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ হাছান ইমাম খান সোহেল হাজারী।

এ উপলক্ষে খিলদা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান ও কালিহাতী পৌরসভার মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকার প্রমুখ। এসময় খিলদা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সোহেল রানা’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমএ মালেক ভূঁইয়া, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম নূরুল আলম খসরু, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল জলিল, সাবেক কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আতাউর রহমান সিদ্দিকী স্বপন, সাবেক কোষাধ্যক্ষ অজয় কুমার দে সরকার লিটন, সাবেক সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শরীফ আহমেদ রাজু, জেলা পরিষদের সদস্য আয়নাল হক, উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার আমিরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক সুশান্ত ঘোষ, সাইদুল ইসলাম রুবেল , কালিহাতী পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক তালুকদার, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম মোল্লা, এলেঙ্গা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান মোল্লাসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

আলোচনা সভাটি সঞ্চালনা করেন, খিলদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান।