স্টাফ রিপোর্টার:
কালিহাতী উপজেলার ছাতিহাটি গ্রামে লতিফা সিদ্দিকীর ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল হয়েছে। মঙ্গলবার বিকালে ছাতিহাটি মসজিদে গ্রামবাসীদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল করেন লতিফা সিদ্দিকীর পুত্র বঙ্গবীর কাদের সিদ্দিকী, ভি.পি শামীম আল মুনসুর আজাদ সিদ্দিকী ও কন্যা শুশমা সিদ্দিকী শুশু।
এসময় উপস্থিত ছিলেন, কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান তালুকদার, টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আবু সালেক হিটলু, কালিহাতী উপজেলার সভাপতি লুৎফর রহমান সিদ্দিকী, সাধারন সম্পাদক ইথার সিদ্দিকী, কালিহাতি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ তোতা,জেলা যুব আন্দোলনের সভাপতি আতিকুর রহমান সাদেক, উপজেলা যুব আন্দোলনের আহ্বায়ক নাজমুল আলম ফিরোজ প্রমুখ।