কালিহাতীতে শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা অভিযান

Spread the love

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি : কোটা সংস্কার ও বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় রাজধানীসহ সারাদেশে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ফলে রাস্তঘাটে ইটপাটকেল সহ নানা আবর্জনায় ভরে যায়। সেই নেংরা রাস্তা পরিষ্কার অভিযান ও সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক নিয়ন্ত্রণের অভিযানে নেমেছেন বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (০৮ আগস্ট) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গায় দেখা যায়, যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে শিক্ষার্থীরা হাতে লাঠি নিয়ে পরিবহন গুলোকে সুশৃঙ্খলাভাবে চলাচলে সহায়তা করছেন। অন্যদিকে ‘ম্যান ক্লিন টাঙ্গাইল’ এর উদ্যোগে সড়ক পরিষ্কার ও পরিচ্ছন্ন করার লক্ষ্যে মাস্ক-গ্লাভস পরে ঝাড়ু নিয়ে রাস্তায় নেমেছেন। কেউ কুড়াচ্ছেন আবার কেউ সেগুলো সংগ্রহ করে নির্দিষ্ট স্থানে ফেলছেন।

শিক্ষার্থীরা বলছেন, দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সড়ক পরিষ্কার ও ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ চলছে। শিক্ষার্থীরা তাদের নিজ নিজ এলাকায় উদ্যোগী হয়ে সমন্বয় করে কাজ করছেন। গত কয়েকদিনে রাস্তার অবস্থা খুব খারাপ ছিল। আমরা যতটুকু পারছি ততটুকু কাজ করছি। আমরা চাচ্ছি পরিচ্ছন্নতাকর্মীদের ওপর যেন বাড়তি চাপ না পড়ে। আমাদের সড়ক যেন সুন্দর থাকে সেজন্য কাজ করছি।

ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রণের কাজে সরকারি সা’দত কলেজের শিক্ষার্থী বেলাল তালুকদার বলেন, ‘ট্রাফিক পুলিশ সদস্যরা এখনো তাঁদের কর্মস্থলে ফিরে আসেননি। তাই জনগণের দুর্ভোগ লাঘবে ও রাস্তায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে পরিবহনগুলোকে সঠিকভাবে চলাচলে দায়িত্ব পালন করছি।