স্টাফ রিপোর্টার ঃ টাঙ্গাইলের কালিহাতীতে শীতার্ত ছিন্নমূল(বেদে সম্প্রদায়) মানুষের পাশে দাঁড়িয়ে তাদের শীতবস্ত্র বিতরণ করেছে জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। রবিবার(২৫ ডিসেম্বর) সকাল ১১ টায় কালিহাতী উপজেলার পৌলি ও জোগারচর এলাকায় ১ শত পরিবারের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করেন পুনাক টাঙ্গাইল জেলা শাখার সভানেত্রী আয়েশা আক্তার। এ সময় টাঙ্গাইল পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (কালিহাতী সার্কেল) শরিফুল হক, কালিহাতী থানার অফিসার ইনচার্জ(ওসি) মোল্লা আজিজুর রহমানসহ জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।