কালিহাতীতে হাসমত নেতার নির্বাচনী সভায় জনতার উৎফুল্ল উপস্থিতি

Spread the love

স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলের কালিহাতীতে আসন্ন ২৯ ডিসেম্বর ৫নং বাংড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে জনগনের মনোনীত স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদে প্রতিরোধ যোদ্ধা বীর ‍মুক্তিযোদ্ধা মোঃ হাসমত আলী নেতার মোটর সাইকেল প্রতীকের রাত্রীকালিন নির্বাচনী আলোচনা সভায় স্থানীয় জনতার উৎফুল্ল উপস্থিতির মধ্যদিয়ে সম্পন্ন হয় । গত ২৪ ডিসেম্বর শনিবার ইউনিয়নের পাথালিয়া কলিম উদ্দিন আব্বাছ আলী উচ্চ বিদ্যালয় মাঠে এ-আলোচনা সভা হয়।

বীর মুক্তিযোদ্ধা শাহাদৎ হোসেন নান্নু’র সভাপতিত্বে নির্বাচনী সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সিরাজ । সভায় বক্তব্যদেন বাংড়া ইউপি চেয়ারম্যান ও চেয়ারম্যান পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোঃ হাসমত আলী নেতা, সাবেক তুখোড় ছাত্রলীগে নেতা সৈয়দ খালিদ শামস ডন, ডাক্তার সেকান্দার আলী, নারীনেত্রী মনোয়ারা মণি, আব্দুল মান্নান মন্ডল, ইঞ্জিনিয়ার ছরোয়ার আলম, আব্দুল বাছেদ সিদ্দিকী, আলতাফ মাহমুদ খাঁন, আব্দুল লতিফ, মিজানুর রহমান, এম.এ. হান্নান, শফিকুল ইসলাম শফি সহ স্থানীয় নেতৃবৃন্দ । সভায় সকল বক্তাগণ এবং উৎফুল্ল জনতা আগামী ২৯ ডিসেম্বর মোটরসাইকেল প্রতীক বিপুল ভোটে জয়যুক্ত করতে একমত পোষন করেন। নির্বাচনী আলোচনা সভা পরিচালনা করেন মোঃ জাকির হোসেন সরকার।