স্টাফ রিপোর্টার ঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নের ২৯ ডিসেম্বরের নির্বাচনকে সামনে রেখে ওই এলাকায় এক ভিন্ন নির্বাচনী আমেজ তৈরি হয়েছে। বাংড়া ইউনিয়নে নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিক পেয়েছেন বাংড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম শফি। ওই ইউনিয়নে একাধিক ব্যক্তি নৌকা প্রতিক চাইলেও সকলকে টেক্কা দিয়ে শফিকুল ইসলাম শফি অর্থের বিনিময়ে নৌকা প্রতিক পেয়ে যান। নৌকা প্রতিক প্রত্যাশী অপর প্রার্থীরা নৌকা প্রতিক না পেয়ে ক্ষুব্ধ হয়, জনগনের সমর্থন নিয়ে সতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করেন এলাকার বার বার নির্বাচিত চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামীলীগ কালিহাতী উপজেলার সাবেক সহ সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ।
নির্বাচন কমিশন রিয়াজ উদ্দিন আহমেদকে অনারস প্রতিক বরাদ্ধ করে। বাংড়া ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগ সর্মথিত একটি অংশ রিয়াজ উদ্দিন আহমেদের পক্ষ নেন। অপরদিকে জনগনের সমর্থন নিয়ে স¦তন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করেন বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্বা মো: হাসমত আলী নেতা। তিনি মটর সাইকেল প্রতিকে প্রতিদ¦ন্দ্বীতা করছেন। এলাকায় জনগনের সুখে দুঃখে তাদের সাথে থেকে ইউনিয়নবাসীর আস্থা ও ভালবাসার মানুষে পরিনত হয়েছেন তিনি। ডাকলে যারে কাছে পাই নেতা মোদের হাসমত ভাই হিসাবে পরিচিত। দলমত নির্বিশেষে সকলের প্রিয় হাসমত আলী নেতা। হাসমত আলী নেতা গত ৫ বছর বাংড়া ইউনিয়নে জনহিতকর কাজে নিজেকে সম্পৃক্ত রেখে অনেক আগে থেকেই ভোটের মাঠ গুছিয়ে রেখেছেন বলে এলাকার লোকজন জানিয়েছেন। হাসমত আলী নেতার অনুসারীদের নিয়ে নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে প্রতিনিয়ত উঠান বৈঠক ও পথসভা করে দিনে দিনে তার সমর্থন ব্যাপক হারে বাড়ে।
তার উঠান বৈঠক ও পথসভা ব্যাপক জনসমাগম ঘটে। তার উঠান বৈঠক ও পথসভায় সাধারন মানুষ হাসমত আলী নেতার কে সমর্থন জানানোর পাশাপশি স্ব-উদ্যোগে হাসমত আলী নেতার পক্ষে নির্বাচনী মাঠে কাজ করছেন। এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী থাকায় এবং বাংড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শফিকুল ইসলাম শফি বিরুদ্বে নানা অভিযোগ থাকায় বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্বা মো: হাসমত আলী নেতার ভোট ব্যাংক আরো শক্তিশালী হয়েছেন। স্থানীয়দের সাথে কথা বলে জানাযায়, তারা ইউ পি,নির্বাচনে হাসমত আলী নেতাকে ভোট দেবেন। বাংড়া ইউনিয়নের জনগনের বিরাট একটি অংশ শফিকুল ইসলাম শফির প্রতি বিক্ষুব্ধ, তারা শফিকুল ইসলাম শফিকে নির্বাচনের মাঠে সুচনীয় ভাবে পরাজিত করতে ঐক্যবদ্ধ হয়েছেন। বাংড়া ইউনিয়নের জনগন বলতে শুরু করেছেন দেখি শফিকুল ইসলাম শফির টাকা ও ক্ষমতা কি করতে পারে ? ভোটের মালিক জনগন জনগনের ভোট ছাড়া শফিকুল ইসলাম শফি কি ভাবে চেয়ারম্যান হয় তা এবার আমরা দেখে নিবো। স্থানীয়রা বলেন আমরা হাসমত আলী নেতার পক্ষে মোটর সাইকেল প্রতিকে ভোট দিতে আমরা একজোট হয়েছি। ২৯ তারিখের নির্বাচনে আমরা বিপুল ভোটের ব্যবধানে মোটর সাইকেল প্রতিককে বিজয়ী করবো।
বাংড়া ইউ.পি নির্বাচনে মোটর সাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থী হাসমত আলী নেতা বলেন, আমি জনগনের প্রার্থী, মোটর সাইকেল জনগনের প্রতিক। ২৯ ডিসেম্বর যদি সুষ্ঠু ও নিরপেক্ষ হয় জনগনের প্রতিক মোটর সাইকেল বিপুল ভোটে বিজয়ী হবে ইনশাআল্লাহ। আমি নির্বাচিত হলে আমার অসমাপ্ত কাজ করে বাংড়া ইউনিয়নের উন্নয়ন ও অগ্রগতি ও মানুষের জীবনমানের পরিবর্তনে নিজেকে উৎসর্গ করবো। বাংড়া ইউনিয়নকে সন্ত্রাস ও দূর্নীতি মুক্ত রাখতে পদক্ষেপ গ্রহন করবো। গরিব, দুঃখিত অসহায় মানুষ সবসময়ই আমার কাছে অগ্রাধিকার পাবে ইনশাআল্লাহ।