মোঃ মমিন হোসেন :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়া মাত্রই দরজায় কড়া নাড়ছে উপজেলা পরিষদ নির্বাচন। কয়েকটি ধাপে নেওয়া এ নির্বাচনের প্রথম ধাপের তফসিল ঘোষণা হবে চলতি মাসের শেষের দিকে। ইতিমধ্যেই কালিহাতী তে উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। অনেক প্রার্থী ও তার অনুসারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রার্থীতার বিষয়ে জানান দিচ্ছে।
কালিহাতীতে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা মোঃ হাসমত আলী নেতা। তিনি ১৯৫৪ সালের ১৮ই সেপ্টেম্বর কালিহাতী উপজেলার রাজাবাড়ী গ্রামে জন্মগ্রহণ করে। হাসমত নেতা নামেই তিনি সুধী মহলে পরিচিত। পিতা আব্দুল আলী ছিলেন বিশিষ্ট জোতদার ও মাতা বাছিরন ছিলেন আদর্শ গৃহিণী। হাসমত আলী নেতা চার ভাই ও পাঁচ বোনের মধ্যে পঞ্চম। এলেঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা শুরু করেন। এরপর ১৯৭২ সালে এলেঙ্গা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করে শামসুল হক কলেজে দ্বাদশে ভর্তি হন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ তার পথচলার অন্যতম হাতিয়ার। ১৯৬৯ এর গণ আন্দোলনের সাথে সক্রিয় ছিলেন এবং ১৯৭০ এর সাধারণ নির্বাচনে আওয়ামীলীগের পক্ষে জনমত সৃষ্টিতে ভূমিকা রাখেন। ১৯৭১ এর মহান স্বাধীনতা যুদ্ধে কাদেরিয়া বাহিনীর কমান্ডার হাবিবুল হক খান বেনুর নেতৃত্বে টাঙ্গাইলে বিভিন্ন রণাঙ্গনে যুদ্ধ করেন। ১৯৭৫ সালে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম এর নেতৃত্বে বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদে প্রতিরোধ যোদ্ধা ছিলেন। পরবর্তীতে আওয়ামী রাজনীতির সাথে সক্রিয় হন। ১৯৯৯ সালের ২৩ ডিসেম্বর পর্যন্ত আওয়ামীলীগের বিভিন্ন দলীয় কর্মকান্ডের সাথে সম্পৃক্ত থাকেন। এরপর বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম এর হাত ধরে কৃষক শ্রমিক জনতা লীগে যোগদান করে কালিহাতী উপজেলা শাখার সভাপতি এবং পরবর্তীতে জেলার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ২০১৮ সালের ১৫ ফেব্রুয়ারী বিশেষ কারণবশত পদত্যাগ করেন।
মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর প্রতি অকৃত্রিম শ্রদ্ধা ও ভালোবাসার স্বীকৃতিস্বরূপ নিজস্ব অর্থায়নে ১৯৯২ সালে সোলাকুড়া তে মওলানা ভাসানী উচ্চ বিদ্যালয় এবং ১৯৯৮ সালে আইসড়াবাড়ী প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত করেন। তিনি জনগণকে ভালোবাসেন নিঃস্বার্থভাবে তারই ফলশ্রুতিতে বাংড়া ইউনিয়নে প্রত্যক্ষ ভোটে ১৯৯৭ ও ২০১৮ সালে বিপুল ব্যবধানে বাংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।
পারিবারিক জীবনে তিনি ১৯৭৬ সালের নভেম্বর মাসের শুরুতে রেজিয়া বেগমের সাথে শুভ পরিণয়ে আবদ্ধ হন। তিন পুত্র সন্তানের জনক তিনি। যথাক্রমে- আতিকুর রহমান সাদেক, রেজাউল করিম বিপ্লব, আশিকুর রহমান রাসেল।
কালিহাতীতে উপজেলা নির্বাচন কে কেন্দ্র করে বেশ আলোচনায় রয়েছেন বীর মুক্তিযোদ্ধা মোঃ হাসমত আলী নেতা। ভোর সকাল থেকে শুরু করে গভীর রাত অব্দি উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ করে নিজের প্রার্থীতার কথা জানান দিচ্ছেন তিনি।
উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতার বিষয়ে জানতে চাইলে বীর মুক্তিযোদ্ধা মোঃ হাসমত আলী নেতা বলেন, টাঙ্গাইল-০৪ কালিহাতী আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা আবদুল লতিফ সিদ্দিকী’র দোয়া ও সমর্থন পেলে উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করবো।
ইসি সূত্রে জানা যায়, ইতোমধ্যে প্রথম ধাপের উপজেলা নির্বাচন আয়োজনের প্রস্তুতি শেষ হয়েছে। ৪৯৫ টি উপজেলার মধ্যে প্রথম ধাপের নির্বাচন আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি গতবারের ন্যায় এবারও দলীয় প্রতীকে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে ২০১৯ সালে সর্বশেষ উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়৷