কোরআনের আলোকে সত্য কথা বললেও আলেমদের নামে মামলা দিতো : শাকিল উজ্জামান 

Spread the love

টাঙ্গাইল প্রতিনিধি : কোরআনের আলোকে আলেম সমাজ ও আমরা সত্য কথা বলতে গেলেও মিথ্যা আইটিসহ ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা দিতো এবং জুলাম-নির্যাতন করতো ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা। এমন মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদ দপ্তর সম্পাদক ও উচ্চতর সদস্য শাকিল উজ্জামান।

শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়নের নিয়ামতপুরে একটি মসজিদের বার্ষিক ওয়াজ মাহফিলে এসব কথা বলেন তিনি।

শাকিল উজ্জামান বলেন, ফ্যাসিস্ট হাসিনার আমলে কোরআন ও দিনের ওয়াজ মাহফিলের জন্য প্রশাসনের কাছে একটা অনুমতি নেওয়া লাগতো, অনুমতি ছাড়া কিন্তু ওয়াজ মাহফিল করতে দিতো না এবং কি অনুমতি নেওয়ার পরেও বিভিন্ন বক্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা থাকতো।

তিনি আরও বলেন, আলেমরা সমাজের সম্মানিত ব্যক্তি। কোরআনের আলোচনায় যদি তাদের কোনো বক্তব্য ফ্যাসিস্টের বিপক্ষে চলে যেতো তারা মাইক পর্যন্ত বন্ধ করে দিতো। আমরা কিন্তু এসব বিভিন্ন ইউটিউব, ফেসবুকে দেখেছি। আল্লাহ তা’লা এসব জায়গা থেকে আমাদের পরিত্রাণ দিয়েছেন।