যুগধারা ডেস্ক :
হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় আসার পর দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভালো আছেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, হাসপাতাল থেকে বাসায় ফেরার পর ম্যাডাম ভালো আছেন। তিনি যেসব শারীরিক সমস্যা নিয়ে হাসপাতালে গিয়েছিলেন, সেসবের সমাধান হয়েছে।
সোমবার (২৬ জুন) গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন মির্জা ফখরুল।
এর আগে, রোববার (২৫ জুন) রাতে খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে প্রায় দুই ঘণ্টা সময় কাটান মির্জা ফখরুল।
খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ওনার মূল শারীরিক সমস্যাগুলোর স্থায়ী সমাধান হওয়ার সম্ভাবনা নেই। ওনার আর্থাইটিস ও হার্টের সমস্যা আছে। চিকিৎসকরা বারবার বলেছেন, বাইরে বিশেষায়িত হাসপাতালে তার চিকিৎসা দরকার।
কিন্তু সে সুযোগ সরকার দিচ্ছে না। এই কারণে তার শারীরিক ঝুঁকি থেকেই যাচ্ছে।