গোপালাপুরে আব্দুস সালাম পিন্টুর মুক্তিতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

Spread the love

গোপালাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : ২১ শে আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় যাবজ্জীবন দ-প্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মৃত্যুদ-প্রাপ্ত সাবেক শিক্ষা উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টুসহ সব আসামী খালাম পাওয়ার খবরে টাঙ্গাইলের গোপালপুরে আনন্দ মিছিল, সমাবেশ ও মিষ্টি বিতরণ করেছে উপজেলা বিএনপির নেতাকর্মীরা।
রোববার (১ডিসেম্বর) রায় ঘোষণার পর গোপালপুর উপজেলার বিভিন্ন স্থানে ব্যান্ড বাজিয়ে আনন্দ উল্লাস ও মিছিল করেন নেতাকর্মীরা। পরে থানা চত্বওে এক সমাবেশে বক্তারা বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আব্দুস সালাম পিন্টুকে ষড়যন্ত্রমূলক ভাবে গ্রেফতার করা হয়েছিল। বিনাদোষে তিনি ১৭ বছর ধরে কারাভোগ করেছেন। আজকের রায়কে সত্যোর বিজয় বলে উল্লেখ করেন নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন-উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সম্পাদক কাজী লিয়াকত, সহ-সভাপতি আবু ঈসা মুনিম ও আমিনুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম লেলিন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন প্রিন্স, মহিলা দলের সভাপতি নাজমা পারভীন, পৌর যুবদলের সভাপতি আবদুল্লাহ আল মামুন, ছাত্র দল সভাপতি রোমান আহম্মেদ ও সম্পাদক মোহাম্মদ হীরাসহ বিএনপি ও এর সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
প্রসঙ্গত, অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু ১৯৯১ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসন থেকে এমপি নির্বাচিত হন। ২০০১ সালে তিনি উপমন্ত্রীর দায়িত্ব পান। ২০০৮ সালের জানুয়ারিতে তিনি ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেফতার হন। গ্রেফতারের পর থেকেই সে কারাগারে আটক ছিলেন।