গাজীপুরের কালিগঞ্জ থেকে ৪২ কেজি গাঁজা ও ১টি ট্রাক’সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব

Spread the love

স্টাফ রিপোর্টার ঃ গাজীপুরের কালিগঞ্জ থেকে ৪২ কেজি গাঁজা ও ১টি ট্রাক’সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। গতকাল বুধবার (৭ ডিসেম্বর) বিকেলে র‌্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ থানার শিমুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন। এরা হচ্ছে চুয়াডাঙ্গা জেলার জীবন নগর থানার তেতুলিয়া গ্রামের মোঃ আক্কাস আলীর ছেলে মোঃ ইকরামুল আলী (৩৭), নরসিংদী সদর থানার ভাগদী গ্রামের মোঃ আরমান মিয়ার ছেলে মোঃ সাইফুল ইসলাম (২২)। এসময় ধৃত আসামীদের কাছে থাকা ১ টি ট্রাক তল্লাশী করে ৪২ কেজি গাঁজা, ১টি ট্রাক ও মাদক বিক্রয়ের নগদ ৮৯০০ টাকা উদ্ধার করা হয়। ধৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে আসছিলো বলে স্বীকার করেছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।