গুঞ্জন সত্যির পথে, ঈদে মুক্তি পাচ্ছে না ‘অন্তর্জাল’

Spread the love

যুগধারা ডেস্ক :

কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল, ‘অন্তর্জাল’ সিনেমাটি ঈদে মুক্তি পচ্ছে না। বিষয়টি নিয়ে সংশ্লিষ্টরাও ছিলেন নীরব। এবার গুঞ্জন যেন সত্যি হলো। জানা গেল, ঈদে আসছে না ‘অন্তর্জাল’ । তথ্যটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন ‘অন্তর্জাল’-এর অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।

ছবি মুক্তি প্রসঙ্গে মিম বলেন, ‘বুধবার রাতে ছবির টিম থেকে মেসেজ পেয়েছি, ঈদে ছবিটি মুক্তি পাচ্ছে না। বৃহস্পতিবার সকালেও সবার সঙ্গে কথা হয়েছে ছবিটি ঈদে মুক্তি দেওয়া হচ্ছে না। আরো উপযুক্তভাবে ছবির পোস্টের কাজ করা হচ্ছে। নতুন সিদ্ধান্ত হয়েছে, আগামী ২১ জুলাই ছবিটি মুক্তি পাবে।’

কারণ হিসেবে মিম জানিয়েছেন, ছবিটির একটি গানের কাজ এখনও বাকি আছে। ঈদের আগে বা পরপরই শুটিং করার কথা আছে। মূলত এ গানের জন্যই ছবিটির মুক্তি আটকে গেছে।

এদিকে বিষয়টি নিয়ে কিছু জানা নেই উল্লেখ করে অভিনেতা সিয়াম আহমেদ বলেন, ‘কে বলেছে মুক্তি পাবে না? আমি তো এরকম কিছু জানি না। সুতরাং না জেনে বিষয়টি নিয়ে মন্তব্য করাও আমার উচিত হবে না। আর আমি গত কয়েক দিন ধরে অন্য প্রজেক্টের শুটিংয়ে ব্যস্ত। দাদার (নির্মাতা দীপংকর দীপন) সঙ্গে কথাও হয়নি।’

তবে বিষয়টি নিয়ে মুখ খোলেননি ছবিটির নির্মাতা দীপংকর দীপন। তিনি জানিয়েছেন, ছবি ঈদে আসবে কি আসবে না, সন্ধ্যার পরপর আনুষ্ঠানিকভাবে জানানো হবে। এই মুহূর্তে দীপন ছবিটির পোস্ট প্রোডাকশনের কাজ নিয়ে কলকাতায় আছেন। সেখান থেকেই সংবাদমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন তিনি।

আইসিটি বিভাগের উদ্যোগে দীপংকর দীপন পরিচালিত ‘অন্তর্জাল’ সিনেমাটিকে বাংলাদেশের প্রথম সাইবার অ্যাকশন থ্রিলার ফিল্ম বলা হচ্ছে। নতুন ধারার সিনেমা বলে দীর্ঘ সময় নিয়ে ও বড় আয়োজনে ছবিটি বানানো হয়েছে। দেশের প্রথম সাইবার অ্যাকশন থ্রিলার সিনেমা হিসেবে ‘অন্তর্জাল’ নিয়ে অনেক আগে থেকেই আগ্রহ ছিল। সিনেমাটি পরিচালনা করেছেন দীপংকর দীপন। চলচ্চিত্রটির প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও।

এর গল্প লিখেছেন দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। সংলাপ লিখেছেন সাইফুল্লাহ রিয়াদ। চিত্রনাট্য করেছেন পরিচালক নিজেই। ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিম, সিয়াম আহমেদ, সুনেরাহ বিনতে কামাল, এবিএম সুমন প্রমুখ।

ঈদে মুক্তির তালিকায় থাকা “প্রিয়তমা”, “সুড়ঙ্গ”, “প্রহেলিকা” সিনেমাগুলো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন জায়গায় প্রচারণা এখন তুঙ্গে। কিন্তু ঈদের জন্য ঘোষিত “অন্তর্জাল” সিনেমাটি নিয়ে এক সপ্তাহের বেশি সময় ধরে সেভাবে প্রচারণা চোখে পড়েনি। কিছুদিন আগে গুঞ্জন ওঠে, সিনেমাটি ঈদে মুক্তি পাবে না। তখন পরিচালকসহ “অন্তর্জাল” টিমের কেউ কিছু না বললেও সেই গুঞ্জনই এখন সত্যি হলো।