গুড নেইবারস বাংলাদেশ, গুলশান এফ ডি পির ক্যাম্পেইন অনুষ্ঠিত

Spread the love

স্টাফ রিপোর্টার :

ঢাকার ভাটারা থানার অধীনে গুড নেইবারস বাংলাদেশ, গুলশান এফ ডি পির পক্ষ থেকে মঙ্গলবার (১৩ ই জুন) একটি গিফট ক্যাম্পেইনের আয়োজন করা হয়। উক্ত ক্যাম্পেইনে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রকল্প ম্যানেজার ফ্রান্সিস শ্যামল বিশ্বাস।

ক্যাম্পেইনের বিশেষত্ব নিয়ে কথা বলেন এডমিন ম্যানেজার ফিলিপ গমেজ, এই ক্যাম্পেইনের মধ্যদিয়ে৷ সকল আইডি ভুক্ত শিশুদের বাৎসরিক চিঠি লেখা বিষয় কথা বলেন মিসেস কামরুন নাহার সিনিয়র প্রোগ্রাম অফিসার, স্বাস্থ্য পরীক্ষা, ও চিকিৎসার বিষয় বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে কথা বলেন ডক্টর শাহিনুর আক্তার হ্যাপি। সকলের আলোচনা শেষে গুড নেইবারস্ বাংলাদেশ গুলশান ফ্যামিলি ডেভেলপমেন্ট প্রজেক্ট পক্ষ থেকে ১২০ জন স্পন্সর শিশুকে উপহার বিতরন করা হয়।

যার মধ্যে ছিল হাইজিং মেটারিয়ালস ব্রাশ, পেস্ট সাবান,হ্যান্ডওয়াশ।পুষ্টিকর খাবার ছিল এক লিটার সরিষার তেল, এক কেজি ডাল, এক কেজি চিনি এডুকেশন মেটারিয়ালস পেন্সিল বক্স, খাতা ৫ টি ও কলম ১৭টি বিতরণ করা হয়।

উপহার বিতরণের সহযোগিতা করেন প্রকল্পের স্বাস্থ্য কর্মকর্তা জুলি বাড়ৈ ও সকল স্বেচ্ছাসেবক বৃন্দ।সকলের সহযোগিতায় গিফট ক্যাম্পেইন সাফল্যের সাথে শেষ করা হয়।

যুগধারা ডট টিভি/অন্তু