গোপালপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ছাত্রদল নেতার মৃত্যু

Spread the love

স্টাফ রিপোটার :

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে টিটু খন্দকার (৪১) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে এলেঙ্গা-তারাকান্দি মহাসড়কের হেমনগর ইউনিয়নের গুলিপেঁচা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। টিটু খন্দকার ঝাওয়াইল ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও ভেঙ্গুলা গ্রামের মোস্তফা খন্দকারের ছেলে।

হেমনগর পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বলেন, ‘টিটু তার চাচা নুরুল ইসলামের পাসপোর্ট করতে মোটরসাইকেল নিয়ে টাঙ্গাইলে গিয়ে ছিলেন। ফেরার পথে ট্রাকের ধাক্কায় সড়কে ছিটকে পড়েন। এ সময় ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।