গোপালপুরে বাঁশ বাগানে জুয়া খেলার সময় গ্রেপ্তার ৬

Spread the love

স্টাফ রিপোর্টার :

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় বাঁশ বাগানে জুয়া খেলার সময় ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২ মে) দুপুরে এই ৬ জনকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে গোপালপুর উপজেলার মাইজবাড়ী পূর্বপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- উপজেলার বাখুরিয়া বাড়ী গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে মো. জামাল উদ্দিন (৩৫), আ. সোবহানের ছেলে মো. আলম মিয়া (৩৫), জোত বাগল গ্রামের মৃত শামসুল আলমের ছেলে আয়নাল হক (৩২), মৃত আবুল হোসেনের ছেলে মো. তারা মিয়া (৫৫), মাইজবাড়ী পূর্বপাড়া গ্রামের মৃত মোনছব আলীর ছেলে মো. মোজাম্মেল হক (৪৫) ও পলাশিয়া পশ্চিমপাড়া গ্রামের মৃত আমির হোসেনের ছেলে মো. আরিফ মিয়া (২৬)।.

গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন বলেন, সোমবার সন্ধ্যায় থানার এসআই সাজেদুল ইসলাম অভিযান চালিয়ে মাইজবাড়ী পূর্বপাড়া গ্রামের ইয়াকুব আলীর বাঁশ বাগানে তাস দিয়ে টাকার বিনিময়ে জুয়া খেলার সময় এদের গ্রেপ্তার করেন। পরে ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের চার ধারায় মামলা করা হয়। আজ (মঙ্গলবার) দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়।

যুগধারা ডট টিভি/অন্তু