স্টাফ রিপোর্টার :
টাঙ্গাইলের গোপালপুরে বিটুমিনাস কার্পেটিং দ্বারা রাস্তা উন্নয়ন করণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করেন পৌর মেয়র মোঃ রকিবুল হক ছানা।
গতকাল বৃহস্পতিবার দুপুরে পৌর সভার ডুবাইল আবুল কমিশনারের বাড়ী হইতে আনোয়ার হোসেনের বাড়ী পর্যন্ত সাতশত মিটার রাস্তা উন্নয়ণ করণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করেন তিনি। টাঙ্গাইল জেলার ১০টি পৌরসভার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের মাধ্যমে এ কাজ করা হবে বলে জানান পৌর কর্তৃপক্ষ।
এ সময় গোপালপুর কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী, ২নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর মোছাঃ লাবনী আক্তার, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নাছিরুল আলম শিকদার (নাছির), উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক শফিকুল ইসলাম শফিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
যুগধারা ডট টিভি/অন্তু