গোপালপুর প্রতিনিধি ঃ গোপালপুর উপজেলার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলন রবিবার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। ট্রাস্টের সভাপতি আলহাজ্ব জয়নুল আবেদীনের সভাপতিত্ব এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পারভেজ মল্লিক। বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার নাজনীন সুলতানা, ট্রাস্টের সম্পাদক আলহাজ্ব আহম্মেদ আলী, শিক্ষক সমিতির সভাপতি জিএম ফারুক, সম্পাদক শফিকুল ইসলাম তালুকদার, সূতি ভিএম পাইলট সরকারি হাইস্কুলের প্রধান শিক্ষক আতিকুর রহমান, মির্জাপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম লাভলু, উপজেলা পরিষদ স্কুলের প্রধান শিক্ষক আব্দুল লতিফ, প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন প্রমূখ। পরে চারজন অসহায় শিক্ষক কর্মচারীকে আর্থিক সহায়তা দেওয়া হয়।