গোপালপুরে সড়কে মায়ের সামনে প্রাণ গেল শিশুর

Spread the love

স্টাফ রিপোর্টার :

টাঙ্গাইলের গোপালপুরে মায়ের সামনে সিএনজি অটোরিকশা ও ইজিবাইকের ধাক্কায় ফাহাদ (১০) নামে এক শিশুসন্তানের মৃত্যু হয়েছে। সে সরিষাবাড়ী উপজেলার পিংনা এলাকার নল ছন্দা গ্রামের আবু সাইদের ছেলে।

বুধবার (২৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে আলমনগর ইউনিয়নের নবগ্রাম বাজার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আত্মীয়বাড়ি যাওয়ার জন্য শিশু ফাহাদ তার মায়ের সঙ্গে নবগ্রাম বাজারে ব্যাটারিচালিত ইজিবাইকের অপেক্ষায় দাঁড়িয়ে ছিল।

এ সময় হেমনগর স্টেশন থেকে ছেড়ে আসা বেপরোয়া গতির একটি সিএনজি চালিত অটোরিক্সা দাঁড়িয়ে থাকা ইজিবাইকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দাঁড়িয়ে থাকা ফাহাদের উপর ছিটকে পড়ে। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

গোপালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিএনজি ও ইজিবাইক আটক করে। চালক পলাতক রয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

যুগধারা ডট টিভি/অন্তু