গ্রীন কালিহাতীর উদ্যোগে বৃক্ষরোপন

Spread the love
শরিফুল ইসলাম মাহফুজ, টাঙ্গাইল :  টাঙ্গাইলের কালিহাতীকে সবুজায়িত করার লক্ষ্যে প্রায় ৫ হাজার বৃক্ষরোপনের কর্মসূচি হাতে নিয়েছে উপজেলা প্রশাসন। গ্রীন কালিহাতীর উদ্যোগে এ বৃক্ষরোপন করা হচ্ছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে কালিহাতী-নিশ্চন্তপুর-মহিষজোড়া সড়কের নিশ্চিন্তপুর এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন।

এ সময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা আবু সাইম আল সালাউদ্দিন ও পৌর নির্বাহী কর্মকর্তা শিব প্রসাদ সূত্রধর সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন জানান, জলবায়ু পরিবর্তনের ফলে পরিবেশে বিরুপ প্রভাপ পড়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের পাশাপাশি বৃক্ষের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ করা হবে। তাল, জলপাই, কৃষ্ণচূড়া, কড়ি, পেয়ারাসহ বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপন করা হয়। এরই ধারাবাহিকতায় উপজেলার বিভিন্ন এলাকায় বৃক্ষ রোপন করা হবে বলেও জানান তিনি।