ঘাটাইলের দেওপাড়া ১১৬২ টি পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ

Spread the love

ঘাটাইল প্রতিনিধি :

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ৮নং দেওপাড়া ইউনিয়নে ১১৬২ টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া ঈদ উপহার ‘ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে।

শনিবার (২৪ জুন) সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, দেওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রুহুল আমীন আকন্দ হেপলু ।

এ সময় উপস্থিত ছিলেন, ট্যাগ অফিসার মোঃ আরিফুর ইসলাম, দেওপাড়া ইউনিয়ন পরিষদের সচিব কেয়া, ইউপি সদস্য মোঃ আবুল হোসেন, রেজাউল, মোঃ চান মামুন, আ: সালাম,আবুল হোসেন তালুকদার, মহিলা মেম্বার মোসাঃ হাজেরা বেগম, মোসাঃ ফিরুজা বেগম, মোসাঃ নাসরিনসহ পরিষদের সকল ইউপি সদস্য এবং স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

বিতরণ কালে দেওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রুহুল আমীন আকন্দ হেপলু এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপস্থিত সকলকে পবিত্র ঈদুল আযহার অগ্রিম শুভেচ্ছা জানান।

তিনি বলেন, ঈদের আনন্দকে সকলের মাঝে ভাগাভাগি করে নেওয়ার প্রয়াসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন উদ্যোগ নিয়েছেন।

তিনি আরও বলেন, চাউল বিতরণ কার্যক্রম সুষ্ঠু ও সুশৃংখলভাবে সম্পন্ন হয়েছে।

এ সময় ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের ১১৬২ টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

যুগধারা ডট টিভি/অন্তু