ঘাটাইলে অবৈধ দুটি সীসা উৎপাদনকারী কারখানায় অভিযান 

Spread the love
টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় অবৈধ দুটি সীসা উৎপাদনকারী কারখানায় অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর।
বুধবার দুপুরে ঘাটাইল উপজেলার মালির চালা ও আমবাগান নামক স্থানে পুরাতন ব্যাটারী হতে সীসা উৎপাদনকারী ০২ (দুটি) কারখানার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
ঘাটাইল উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল জেলার যৌথ উদ্যোগে সহকারী কমিশনার (ভূমি( কিশোর কুমার দাস এর নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কর্যালয়ের সহকারী পরিচালক তুহিন আলম ও পরিদর্শক মোতালেব হোসেন উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কর্যালয়ের সহকারী পরিচালক তুহিন আলম জানান, ভ্যেকু দিয়ে কারখানার সকল স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে। অভিযানের সময় কারখানার মালিক/স্বত্বাধিকারী কাউকে পাওয়া যায়নি। এ উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনায় ঘাটাইল উপজেলা পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত থেকে সার্বিকভাবে সহযোগিতা করেন। পরিবেশ সুরক্ষায় টাঙ্গাইল জেলার অবৈধ কারখানার বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।