ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ঘাটাইলে ধলাপাড়া ইউনিয়নের কোনাবাড়ি এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আল আলামিন হত্যাকাণ্ড ঘটনায় আসামি গ্রেপ্তার এবং বিচারের দাবিতে শনিবার পেঁচারআটা মোড়ে মানববন্ধন করে।
পরে ময়নাতদন্ত শেষে শনিবার বিকেলে আল আমিনের লাশ ধলাপাড়ায় পৌঁছায় অ্যাম্বুল্যান্স থেকে লাশ নামিয়ে ঘাটাইল-সাগারদিঘী সড়কে রেখে আসামিদের বিচারের দাবিতে বিক্ষোভ করে রাখে নিহত যুবকের পরিবার ও এলাকাবাসী। এ সময় সড়কের উভয় পাশে প্রায় তিন কিলোমিটার যানজট সৃষ্টি হয়।
মানববন্ধন ও সড়ক অবরোধে অংশ নেন আল আমিনের শিশু সন্তান আব্দুর রহমান ও আফরিন, বৃদ্ধা মা রাহেলা বেগম ও স্ত্রী সুমি আক্তার।
নিহত আল আমিনের পরিবার ও এলাকাবাসী বলেন খুনিদের ফাঁসি,দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় এনে ফাঁসির জোর দাবি জানান তারা।