স্টার্ফ রিপোটার :
টাঙ্গাইলের ঘাটাইলে দুই গ্রুপের সংঘর্ষে সাংবাদিকসহ ১০জন আহত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটিকে ঘিরে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে ময়মনসিংহ-জামালপুর আঞ্চলিক মহাসড়কের ঘাটাইল বাসস্টান্ডে এ সংঘর্ষ হয়।
জানা যায়, গত জানুয়ারী মাসে ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের কমিটি সম্মেলনের মাধ্যমে কেন্দ্রীয় ও জেলার নেতাদের উপস্থিতিতে গঠন করা হয়। ওইদিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে ঘাটাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু এবং ইউপি চেয়ারম্যান আব্দুর রহিমকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে জামায়াত-বিএনপির লোকজনদেরকে রেখে কমিটি ঘোষণার অভিযোগ তুলে বর্তমান ঘাটাইল-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আতাউর রহমান খানের সন্তান সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানার অনুসারীরা কমিটি প্রত্যাখান করে।
তারই ধারাবাহিকতায় সাবেক এমপি রানার অনুসারীরা রোববার (২৬ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলন ও বিক্ষোভ সমাবেশ করে।
সোমবার উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম লেবু ঘাটাইল বাসস্ট্যান্ডে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শান্তি সমাবেশ করতে গেলে একই জায়গায় রানা গ্রুপও সমাবেশ করতে চায়। এক পর্যায়ে সংঘর্ষের রূপ নেয়। সংঘর্ষে দুই সাংবাদিক’সহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়।
এ ব্যাপারে ঘাটাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) আজহারুল ইসলাম সরকার জানান, উপজেলা আওয়ামী লীগের দুই গ্রুপ পাল্টাপাল্টি সমাবেশ করতে চায়। এ সময় তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে আনা হয়েছে। এখন পরিস্থিতি অনেকটা শান্ত রয়েছে। তবে যে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য এখনও অতিরিক্ত পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে।
যুগধারা/অন্তু দাস হৃদয়