ঘাটাইলে আ্যম্বিশন মডেল স্কুলে আবৃত্তি উৎসব 

Spread the love
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ ঘাটাইলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চতুর্থ আবৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে ঘাটাইলের অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান এমবিশন মডেল স্কুলে এই আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সকাল ৯ টায় স্কুল ক্যাম্পাসে  ছাত্রছাত্রীরা রঙ্গিন পোশাকে সজ্জিত হয়ে  অনুষ্ঠানে অংশগ্রহণ করে।
এছাড়াও অভিভাবকরা দলীয় আবৃত্তিতে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল জিবিজি বিশ্ববিদ্যালয়  কলেজের বাংলা বিভাগের অধ্যাপক নজরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যাপক ফেরদৌস হাসান। অনুষ্ঠানে বিচারকের দায়িত্বে ছিলেন দৈনিক যুগধারার ঘাটাইল প্রতিনিধি ঘাটাইল প্রেসক্লাবের  সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঘাটাইল প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান সোহাগএবং এমবিশন স্কুলের আবৃত্তি প্রশিক্ষক আদনান  ফিরোজ।