ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের ঘাটাইলে কৃষি প্রণোদনার কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ শুরু হয়েছে।
মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় এমপি আলহাজ্ব আতাউর রহমান খান।
উপজেলা নির্বাহী অফিসার মুনিয়া চৌধুরী সভাপতিত্বে এসময় মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ শাহীনা সুলতানা শিল্পী,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রিসালাত আহমেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আশিকুর রহমান,দিঘলকান্দি ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান মোঃ রেজাউল করিম মটু প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা দিলশাদ জাহান সাংবাদিকদের জানান, উপজেলার ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়নের ৪ হাজার ৮ শত জন কৃষকের মাঝে প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হচ্ছে। আবাদ ও ফলন বৃদ্ধির লক্ষ্যে ২০২৩-২৪ অর্থবছরে রবি মৌসুমে সরিষা, গম, ভুট্টা, সূর্যমুখী, মসুর, খেসারি বীজ প্রদানসহ প্রত্যেককেই পরিমাণমতো প্রয়োজনীয় রাসায়নিক সার দেয়া হয়েছে।