ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি : টাংগাইলের ঘাটাইলে অসাধু সিন্ডিকেট চক্রের দৌরাত্ম্য ঠেকাতে ক্রয়মূল্যে নিত্যপ্রয়োজনীয় শাকসবজি বিক্রি শুরু করেছে সাধারণ শিক্ষার্থী ও জনতা। কৃষক জনতা জিন্দাবাদ, সিন্ডিকেট মুর্দাবাদ এই স্লোগানকে সামনে নিয়ে ক্রয়মূল্যে নিত্যপণ্য বিক্রি করা হচ্ছে।
সোমবার সকাল ১০টা থেকে ঘাটাইল পৌর শহরের বাসস্ট্যান্ড চত্বরে ক্রয়মূল্যে সবজি বিক্রির এ কার্যক্রম শুরু হয়। ভ্রাম্যমাণ এ বাজারে ক্রেতাদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মধ্যে ১কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৩৫ টাকা,বেগুন প্রতি কেজি ৪০ টাকা,লতি ১কেজি ৫৫টাকা,ঢেঁড়স ১কেজি ৪৫টাকা,জলপাই ১কেজি ৩৫টাকা,কচু প্রতি পিস ২০ থেকে ৫৫ টাকা,ডাটাশাক এক আটি ১৫টাকা, লালশাক ১আটি ৮ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছ। উদ্যোক্তারা জানিয়েছেন বাজারে শাকসবজি সহ নিত্যপণ্যের যে ঊর্ধ্বগতি তা কমিয়ে আনতে পাইকারি আড়ৎ থেকে কেনা দামে সাধারণ মানুষের কাছে পণ্য বিক্রি করা শুরু হয়েছে। বাজারে দ্রব্যমূল্য নির্ধারণর যে সিন্ডিকেট আছে তা ভাংতেই এই কার্যক্রম চালু থাকবে। জানান সাধারন শিক্ষার্থী অসাধু সিন্ডিকেটের অপতৎপরতা ঠেকাতে আমাদের এ উদ্যোগ। সাধারণ মানুষকে কম দামে নিত্যপণ্য সরবরাহ করতেই আমরা এ উদ্যোগ নিয়েছি। সাধারন জনগন জানান শিক্ষার্থীরা যে দামে বিক্রি করছে তা বাজার থেকে কেজিতে অন্তত ১০ টাকা ১৫ টাকা কম। বাজার থেকে কম দামে পণ্য কিনতে পারায় অনেকেই ভিড় করছেন এ দোকানে।শিক্ষার্থীদের এমন উদ্যোগ অবশ্যই প্রশংসনীয় মানুষ স্বল্প মূল্যে যেখানে পাবে সেখান থেকে বাজার করবে এমনটাই প্রত্যাশা সকলের।