ঘাটাইলে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

Spread the love

স্টাফ রিপোটার :

টাঙ্গাইলের ঘাটাইলে জমি নিয়ে বিরোধের জেরে কোহিনুর মিয়া (৫৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় ২ আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার (১০ মার্চ) রাতে র‌্যাব-১৪, সিপিসি- ৩ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- ঘাটাইল উত্তর ধলাপাড়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে বায়োজিত (৬০) ও বজলুল হায়দার চৌধুরীর ছেলে ববিন হায়দার চৌধুরী (৫০)।

পুলিশ ও স্থানীয়রা জানান, ধলাপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোমিন হায়দার চৌধুরী সাদির ছোট ভাই সামি চৌধুরীর সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল একই এলাকার কোহিনুর মিয়ার। এরই জেরে বুধবার বিকেলে সামি চৌধুরীর সঙ্গে কোহিনুর মিয়ার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সামি ক্ষিপ্ত হয়ে কোহিনুরকে কিল-ঘুষি ও পরে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। আশপাশের লোকজন আহতাবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কোহিনুর মিয়ার ছেলে বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন।

অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে কোহিনুর মিয়া হত্যা মামলার এজাহারনামীয় আসামি বায়োজিত ও ববিন হায়দার চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের ঘাটাইল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

যুগধারা ডট টিভি/অন্তু