ঘাটাইলে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়ি ভাঙচুরের অভিযোগ

Spread the love

ঘাটাইল প্রতিনিধি :

টাঙ্গাইলের ঘাটাইলে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বসতবাড়িতে হামলা, মারপিট ও ভাঙচুর করে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার দিগড় ইউনিয়নের গারট্ট গ্রামে।

জানা যায়, গারট্ট গ্রামের আমজাদ আলী দুই বিয়ে করেন। প্রথম পক্ষে দুই ছেলে ও এক মেয়ে। দ্বিতীয় পক্ষে তিন ছেলে ও এক মেয়ে জন্ম নেয়। তিনি মারা যাওয়ার পর তার ঔরশজাত প্রথম পক্ষের সন্তান শাহজামান, শাহ্ রেজা ও রেনু বেগম পিতার সকল সম্পত্তি ভোগ দখল করতে থাকেন। দ্বিতীয় পক্ষের সন্তান শহীদুল, শাহীন, শাহ্ আলম ও সাহিদার প্রাপ্য হারে ভোগদখলের অধিকার থাকলেও তাদের ভোগদখলে বাঁধা দেন প্রথম পক্ষের সন্তানরা।

পরে স্থানীয় চেয়ারম্যান, মেম্বার ও গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে শালিসী বৈঠকে উভয় পক্ষের সম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীতি হয় তালুকদার বাড়ির রাস্তা উভয়ে সম পরিমান দিবে। শহীদুল রাস্তার পূর্বের অংশ ভোগ দখল করবে, পশ্চিমের অংশ ভোগ দখল করবে শাহজামান এবং জমির তফসিল উল্লেখ করে উভয়পক্ষের সমান খরচে পরবর্তী ৭ দিনের মধ্যে রেজিস্ট্রি করে নেবেন। কিন্তু উল্লেখিত সময়ে দলিল রেজিস্ট্রি করে না দিয়ে উপরন্তু তাদেরকে বিভিন্নভাবে হুমকি-ধামকি ও হয়রানি করে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত শনিবার (১৩ মে) দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে রাহিমা আক্তার, আব্দুর রহমান, সরভানু, শহিদুল, শাহিন, চান মিয়া তালুকদার, শাবলু ও শাহ্ আলম তালুকদারের উপর অতর্কিতভাবে হামলা করে। এতে ৫-৬ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেয়।

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) লোকমান হোসেন জানান, বিষয়টি তিনি অবগত নন। এ বিষয়ে জেনে যথাযথ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

যুগধারা ডট টিভি/অন্তু