ঘাটাইলে দুই সার ব‍্যাবসায়ীকে জরিমানা ও সার জব্দ

Spread the love

 

ঘাটাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ঘাটাইলে নির্ধারিত মূল্যের চেয়ে সারের দাম বেশি রাখা ও অবৈধভাবে মজুদ রাখায় দুই ব‍্যাবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও ৩৭৯ বস্তা সার জব্দ করা হয়।

এরমধ্যে রোকেয়া এন্টারপ্রাইজের মালিক সাইফুল ইসলাম লিটনকে ৩০ হাজার টাকা জরিমানা ও ২৬৯ বস্তা সার জব্দ ও আকন্দ এন্টারপ্রাইজের মালিক আজহারুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা ও ১১০ বস্তা সার জব্দ করা হয়।

আজ দুপুরে উপজেলার গারোবাজার এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রট কিশোর কুমার দাস।

আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গারোবাজার এলাকায় সাইফুল ইসলাম লিটন ও আজহারুল ইসলামের সারের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এসময় নির্ধারিত মূল্যের চেয়ে সারের দাম বেশি রাখা ও অবৈধভাবে মজুদ রাখায় ওই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা ও ৩৭৯ বস্তা সার জব্দ করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।