ঘাটাইলে মহরুম ইসহাক উদ্দীন মিয়া স্মৃতি ফাউন্ডেশন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা

Spread the love
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ঘাটাইলে মরহুম ইসহাক উদ্দীন মিয়া স্মৃতি ফাউন্ডেশন ৩০ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
১৮অক্টোবর বিকাল ৪টায় ঘাটাইল সরকারি হাই স্কুল মাঠ প্রাঙ্গনে এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।মাঠে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ্যাড. কাদের স্পোটিং ক্লাব একাদশকে ২-৩গোলে পরাজিত করে ঘাটাইল স্পোর্টস ক্লাব একাদশ চ্যাম্পিয়ন হয়।
ঘাটাইল উপজেলা রসুলপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ সামছুল আলম সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি উপস্থিত ছিলেন বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট ওবায়দুল হক নাসির।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক ছানা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব বিল্লাল হোসেন, পৌর বিএনপি সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল, শ্রমিকদলের আহবায়ক  সুফি সিদ্দীকি,  যুগ্ম সাধারণ সম্পাদক পৌর বিএনপি মোহাম্মদ আলী,পৌর যুবদলের সভাপতি সাদিক মাহমুদ টিটু,মাহমুদুল হাসান উপলসহ আরো অনেকে।