ঘাটাইলে ৮৫০ গ্রাম হেরোইনসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব

Spread the love

স্টাফ রিপোর্টার ঃ ঘাটাইলের হামিদপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে ৮৫০ গ্রাম হেরোইনসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। বুধবার (১৪ ডিসেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ঘাটাইল থানার হামিদপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায় র‌্যাব। সুত্রে জানতে পারে বিপুল পরিমাণ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এক মাদক ব্যাবসায়ী। পরে আভিযানিক দল ঐ এলাকায় অভিযান চালিয়ে সাক্ষীদের উপস্থিতিতে নাটর জেলার গুরুদাসপুর থানার সিধুলী গ্রামের জাকির শাহ এর ছেলে সাকিবুল হাসান(৩১), কে গ্রেফতার করে। এসময় তার কাছে থাকা ১টি কালো রংয়ের স্কুল ব্যাগ তল্লাশী করে ৮৫০ গ্রাম মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের সদস্য সে এবং তার মাদক ব্যবসা পরিচালনা করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে সে প্রতিনিয়ত অভিনব কৌশল অবলস্বন করে। সে রাজশাহী জেলার সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে টাঙ্গাইল জেলার বভিন্ন স্থানে বিক্রয় করে। ধৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক ঘাটাইল থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।