চলতি মাসেই ঢাকায় আসছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনার

Spread the love

অনলাইন ডেস্ক: অক্টোবর মাসের শেষের দিকে তিনদিনের সফরে ঢাকায় আসছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভলকার তুর্ক। মানবাধিকার কমিশনার হিসেবে এটিই হবে তার প্রথম ঢাকা সফর। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের সময়ে এটিই হবে প্রথম কোনো জাতিসংঘের উচ্চপদস্থ কারও প্রথম সফর।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, এই সফরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন ভলকার তুর্ক। এছাড়াও পররাষ্ট্র উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন তিনি। পাশাপাশি সুশীল সমাজ ও ছাত্র নেতাদের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে ভলকার তুর্কের।

তবে তার এই সফরে কোনো রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক হবে কি না তা এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট অনুবিভাগের এক শীর্ষ কর্মকর্তা।

এর আগে ভলকার তুর্কের সঙ্গে জাতিসংঘে সাধারণ অধিবেশনের সময় সাইড লাইনে বৈঠক হয় প্রধান উপদেষ্টার। ২০১৭ সালে রোহিঙ্গা ঢলের সময়েও তিনি জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) এর অ‍্যাসিস্ট‍্যান্ট হাইকমিশনার ফর প্রটেকশন হিসেবে বাংলাদেশে সফর করেছিলেন।