ক্রীড়া ডেস্ক : চিরপ্রতিদ্বন্দ্বী পর্তুগাল এবং ব্রাজিলের দুটি ক্লাবের বিপক্ষে খেলতে যাচ্ছেন লিওনেল মেসি।
ক্লাব ফুটবলে কত মজার ঘটনাই না ঘটে। জাতীয় দলের সতীর্থ নেইমার এবং ভিনিসিয়ুস জুনিয়রকেও মুখোমুখি লড়াই করতে হয়। ফিফা ক্লাব বিশ্বকাপের ড্রয়ের পর এমন দৃশ্যই দেখা যাচ্ছে। অন্যদিকে ব্রাজিলের ক্লাব পালমেইরাসের মুখোমুখি হতে যাচ্ছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশ পর্তুগালের একটি ক্লাবের বিপক্ষেও খেলবেন মেসি।
অ্যাডিলেড টেস্টের প্রথম বলেই উইকেট নিয়ে মিচেল স্টার্কের রেকর্ডঅ্যাডিলেড টেস্টের প্রথম বলেই উইকেট নিয়ে মিচেল স্টার্কের রেকর্ড গতকাল বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের মায়ামিতে ক্লাব বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হয়েছে। গ্রুপ ‘এ’তে মেসির মায়ামি সহজ প্রতিপক্ষই পেয়েছে। গ্রুপের অন্য তিন দল হলো- ব্রাজিলের পালমেইরাস, পর্তুগালের পোর্তো ও সৌদি আরবের আল আহলি। প্রতিযোগিতায় মায়ামির অংশগ্রহণ নিয়ে বিতর্ক হয়েছিল অনেক। এমএলএস সাপোর্টাস শিল্ড জেতার পর মেসির ক্লাবকে অন্তর্ভুক্ত করা হয়।
ক্যারিয়ারে প্রথম লাল কার্ড দেখা নয়্যার দুই ম্যাচ নিষিদ্ধক্যারিয়ারে প্রথম লাল কার্ড দেখা নয়্যার দুই ম্যাচ নিষিদ্ধ
এছাড়া ‘এইচ’ গ্রুপও বিশেষভাবে আলোচনায় উঠে এসেছে। এই গ্রুপে আছে ভিনিসিয়ুস জুনিয়রের স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ এবং নেইমারের সৌদি ক্লাব আল হিলাল। অর্থাৎ সব ঠিকঠাক থাকলে ক্লাব বিশ্বকাপে মুখোমুখি হচ্ছেন ব্রাজিল ফুটবলের দুই তারকা। এই গ্রুপের অন্য দুটি দল হলো পাচুকা ও সালজবুর্গ। এছাড়া ম্যান সিটি-জুভেন্টাস, পিএসজি-আতলেতিকো মাদ্রিদ ম্যাচগুলোতেও নজর থাকবে।