যুগধারা ডেস্ক :
দক্ষিণ ভারতীয় পরিচালক অ্যাটলির ‘জাওয়ান’ সিনেমায় অভিনয় করছেন শাহরুখ খান। এরপর থেকে একের পর এক খবর সামনে আসছে বলিউড পাড়ায়। এখন শোনা যাচ্ছে, কমল হাসানের ‘ওরু কেইদিয়িন ডায়েরি’থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হচ্ছে এই ছবি।
এ দিকে আরও একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, জাওয়ান দুটি ভারতীয় সিনেমা থেকে অনুপ্রাণিত, একটা অমিতাভ বচ্চনের সুপারহিট ছবি ‘আখেরি রাস্তা’যেটি কিনা মুক্তি পেয়েছিল ১৯৮৬ সালে। আবার সেই ছবিটি ছিল কমল হাসানের ‘ওরু কেইদিয়িন ডায়েরি’-র রূপান্তর। এই দুটি ছবিতেই বাবা ও ছেলের দ্বৈত ভূমিকায় দেখা গিয়েছে দুই সুপারস্টারকে। আর সেখানে ছিল প্রতিশোধ মূলক প্লট। আর জাওয়ানে শাহরুখকেও দ্বৈত ভূমিকায় দেখা যাবে বলে খবর।
এই সিনেমায় শাহরুখ ছাড়াও অভিনয় করছেন নয়নতারা, বিজয় সেতুপতি ও সানিয়া মালহোত্রা। নির্মাতারা এই ছবিতে একটি বিশেষ চরিত্রে ক্যামিওর জন্য ‘পুষ্পা’তারকা আল্লু অর্জুনকেও নিয়েছেন বলেও গুঞ্জন রটেছে।
এ দিকে শোনা যাচ্ছে, পরিচালক অ্যাটলি নাকি অমিতাভ বচ্চনের কাছ থেকে স্পেশাল টিপস নেওয়ার জন্য তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। এমনকি অ্যাটলি নাকি গিয়েছিলেন কমল হাসানের কাছেও।
প্রথমে শোনা যাচ্ছিল চলতি বছরের জুন মাসে মুক্তি পাবে জওয়ান। যদিও গুঞ্জনে প্রচারিত সময়ে ছবিটি মুক্তির সম্ভাবনা কম। সেটি নাকি মুক্তি পাবে আগামী অক্টোবর নাগাদ। তার কারন ভিএফএক্সের কাজে তাড়াহুড়া করতে চান না নির্মাতারা। সে কারণেই ছবির মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছে। চলতি মাসেই ছবির প্রথম ঝলক সামনে আসতে পারে।
প্রসঙ্গত, ‘পাঠান’সিনেমার সাফল্যের রেশ ধরে গত ফেব্রুয়ারিতেই ‘জাওয়ান’এর শ্যুটিং শুরু করেছিলেন শাহরুখ। এদিকে রাজকুমার হিরানির ‘ডাঙ্কি’তেও দেখা যাবে শাহরুখকে। সেখানে তার সঙ্গে থাকবেন তাপসী পান্নু।
যুগধারা ডট টিভি/অন্তু