জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা শাখার নতুন কমিটি অনুমোদন সভাপতি মিলন-সম্পাদক অলক

Spread the love

স্টাফ রিপোর্টার ঃ মাসুদুর রহমান মিলনকে সভাপতি ও অলক কুমার দাসকে সাধারণ সম্পাদক করে জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা শাখার ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি অনুমোদন দেয়া হয়েছে। রোববার (২৫ ডিসেম্বর) জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন নূর ইসলাম ও মহাসচিব মো. ফারুক হোসেন এ কমিটির অনুমোদন দেন। কমিটিতে সহ-সভাপতি শহিদুল ইসলাম খান রুমি, খাইরুল আজিম মিল্টন, যুগ্ম-সাধারণ সম্পাদক তারেক রহমান, সাংগঠনিক সম্পাদক সুলতান কবির, অর্থ সম্পাদক সবুজ সরকার ও দপ্তর সম্পাদক হিসেবে বিভাস কৃষ্ণ চৌধুরী রয়েছেন। উল্লেখ্য, এই কমিটি অনুমোদনের মাধ্যমে সভাপতি জোবায়েদ মল্লিক বুলবুল ও সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মিলনের জাতীয় সাংবাদিক সংস্থার পূর্বের টাঙ্গাইল জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।