স্টাফ রিপোর্টার:
টাঙ্গাইলের আশেকপুরে জোবায়দা উচ্চ বিদ্যালয়ে নৈশ প্রহরি মো.আব্দুল হালিমের রাজকীয় বিদায় সংবর্ধনা গত ৪ জানুয়ারি,বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়। বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোবায়দা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কামরুজ্জামান খান। জোবায়দা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা শিক্ষা অফিসের প্রশিক্ষন সমন্বয়কারী মো.আব্দুল মান্নান, সহকারী পরিদর্শক মো.ইমরান হাসান,ম্যানেজিং কমিটির সদস্য মো.আবুল কালাম আজাদ, মো. মিজানুর রহমান, মো.ইকবাল করিম,সেলিনা আক্তার, শাহীন স্কুলের প্রধান শিক্ষক মো.সেলিম রেজা,সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলাম সহ অন্যান্য শিক্ষক, কর্মচারী ও শিক্ষর্থীবৃন্দ।জোবায়দা উচ্চ বিদ্যালয়ে নৈশ প্রহরি মো.আব্দুল হালিমের রাজকীয় বিদায় সংবর্ধনা দিয়ে সজ্জিত রিক্সা করে শিক্ষক, কর্মচারী ও শিক্ষর্থীরা তার বাড়িতে পৌছে দিয়ে আসে।