টাঙ্গাইলের ভাতিজা বউকে কূপ্রস্তাব দিলে ঘরের খুটির সাথে বেধে রেখে পরে পুলিশে সোপর্দ

Spread the love

মুক্তার হাসান ঃ

ভাতিজার বউয়ের সাথে অনৈতিক কাজ করতে যেয়ে জনতার হাতে আটক পোড়াবাড়ী ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য কাদের জোয়ারদার। স্থানীয় সূত্রে জানা যায়, টাঙ্গাইল সদর উপজেলার ৬নং পোড়াবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য হলেন কাদের জোয়ারদার। অবৈধ ভাবে নদী থেকে বালু উত্তোলন, মদ-গাজা নেশা জাতীয় দ্রব্য সেবন এবং এলাকার উঠতি বয়সের ছেলে-মেয়েদের মাদক সেবনে উৎসাহিত করাসহ এহেন কাজ নেই যা তিনি করেন না। কেউ তাকে বাধাঁ দিতে গেলে দেশীয় অস্ত্র নিয়ে তাকে কূপাতে যায়। সব সময় মদ খেয়ে নেশায় ডুবে থাকে সে।

এলাকাবাসি বলেন, এর আগে অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়েছিল। তার নামে থানায় একাধিক মামলা রয়েছে। ঘটনারদিন সোমবার (৩০ জানুয়ারী) রাত ১১টায় নেশা পান করে তার ২নং ওয়ার্ড থেকে ৯নং ওয়ার্ডে ভাতিজা বউয়ের শ্লীলতাহানি করতে যায়। এসময় ভাতিজা বউ বাধাঁ দিলে বল প্রয়োগ করে সে। এবং বাজে ভাষায় গালিগালাজ করে। উপায়ন্তর না দেখে নিজের ইজ্জত বাচাতে তাকে স্থানীয় এলাকাবাসির সহায়তায় বসত ঘরের বারান্দার খুটির সাথে বেধে রাখে। পরে ভোর হওয়ার আগেই ঐ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ছানোয়ার হোসেন তার জিম্মায় শালিশী বৈঠকের কথা বলে তাকে ছাড়িয়ে নেন।

এদিকে ভাতিজা বউ রাতেই বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করলে কয়েক ঘন্টার মধ্যেই কাদেরকে গ্রেফতার করে টাঙ্গাইল সদর পুলিশ ফাঁড়ির এসআই শরিফ। জানতে চাইলে মামলার বাদী ভাতিজা বউ বলেন, সে আমার সম্পর্কে চাচা শশুর দির্ঘদিন ধরে সে আমাকে কুপ্রস্তাব দিয়ে আসছিলো মদ খেয়ে বাড়ীর সামনে এসে মাতলামী করতো। কেউ কিছু বলতে গেলে তাকে মারতে যেতো ভয়ে কেউ কাছে যেত না। ঘটনার দিন নিজের ইজ্জত বাচাঁতে তাকে স্থানীদের সহায়তায় জাপটে ধরে বসত ঘরের খুটির সাথে বেধে রাখি পরে ছানোয়ার মেম্বার এসে রাত ৩টার দিকে ছাড়িয়ে নিয়ে যায়।

পরে থানায় মামলা করলে পুলিশ তাকে গ্রেফতার করে। এব্যপারে অত্র ইউনিয়নের চেয়ারম্যান সাহাদত হোসেন বলেন “পাপে ছারেনা বাপেরে” তাকে এর আগে অনেকবার শ্বাসন করা হয়েছে। সে আসলে ভাল হবার নয়। এখন মামলা হয়েছে, পুলিশ তাকে গ্রেফতার করেছে এখন আইনি প্রক্রিয়া যা হবার তাই হবে। তবে সুষ্ঠ বিচার হোক এটাই আমার কাম্য।

এবিষয়ে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ছালাম মিয়া পি.পি এম বলেন, বাদি নিজে এসে সশরীরে থানায় উপস্থিত হয়ে মামলা করলে আমরা বিষয়টি আমলে নিয়ে কয়েক ঘন্টার মধ্যেই অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে চালান করা হয়েছে।