টাঙ্গাইল প্রতিনিধি : শোকাবহ আগস্টে নিহতদের স্মরণে টাঙ্গাইলে শোক মিছিল করেছে আওয়ামী লীগের নেতা-কর্মীরা। শুক্রবার দুপুরে শহরের সবুর খান টাওয়ারের সামন থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সবুর খান টাওয়ারের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হাসান ছোট মনির, আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মামুনুর রশিদ মামুন, জেলা আওয়মী লীগের সহ-সভাপতি খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি ও শাহজাহান আনসারী, সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন, দপ্তর সম্পাদক খোরশেদ আলম প্রমুখ।
এছাড়া আওয়ামী লীগের অন্যন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।