স্টাফ রিপোর্টার :
টাঙ্গাইলে কমিউনিটি পুলিশিং কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৩ ডিসেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইল জেলা কমিউনিটি পুলিশিং কমিটি কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় মাদক, ধর্ষণ, ইভটিজিং, চাঁদাবাজি, কিশোর গ্যাং প্রতিরোধে কমিউনিটি পুলিশিং এর কার্যক্রম আরো গতিশীল করতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার ও টাঙ্গাইল জেলা কমিউনিটি পুলিশিং কমিটির প্রধান পৃষ্ঠপোষক সরকার মোহাম্মদ কায়সার।
সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান (দাদু ভাই)।
এসময় আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক সাইফুজ্জামান সোহেল, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দিন, টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া পিপিএম, টাঙ্গাইলের ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) মো. দেলোয়ার হোসেন, টাঙ্গাইল সদর থানার ওসি (অপারেশন) মো. নাসির উদ্দিন, কমিউনিটি পুলিশিং পৌর কমিটির সভাপতি মো. ইসমাইল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক মো. শফিউল আলম তুষার প্রমুখ।