স্টাফ রিপোর্টার :
টাঙ্গাইলের কুমুদিনী সরকারি কলেজে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কলেজ মিলনায়তনে কুমুদিনী সরকারি কলেজের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, কুমুদিনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বদরুল আলম।
কুমুদিনী সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ খায়রুল আলম রতনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কুমুদিনী সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক গোপী নাথ দত্ত, কুশল ভৌতিক প্রমুখ।
পরে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দরা।
যুগধারা ডট টিভি/অন্তু