মুক্তার হাসান ঃ কুয়াশার কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় কমপক্ষে ২০টি যানবাহন দুমরে মুচরে গেছে। একই সঙ্গে অজ্ঞাত পরিচয়ের একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে মহাসড়কের পোষ্টকামুরী চরপাড়া, দুল্যা, ইচাইল, কুরনী, শুভূল্যা ও ধল্যা নামকস্থানে এসব দুর্ঘটনা ঘটে। অ্যাম্বুলেন্স, মালভর্তি ট্রাক, পিকআপ, প্রাইভেট, যাত্রীবাহী বাসসহ কমপক্ষে ২০টি যানবাহন দুর্ঘটনা কবলিত হয়। এসময় মহাসড়কের ঢাকার দিকে কমপক্ষে তিন কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। মির্জাপুর থানা ও গোড়াই হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনা কবলিত যানবাহন রেকারের সাহায্যে সরিয়ে নেওয়ার কাজ করছে। মহাসড়কের সার্ভিস লেন দিয়ে থেমে থেমে যানবাহন চলাচল করছে।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম বিষয়টি নিশ্চিত করে জানান, কুয়াশার কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনের গাড়িতে ধাক্কা মারে। এভাবে কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় একজন মারা গেছেন। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।