টাঙ্গাইলে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা অনুষ্ঠিত 

Spread the love

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার বিকেলে টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে এবং স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বাস্তবায়নে, ইউএনডিপি এবং ইএসডিও এর সহযোগিতায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের আওতায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। 

স্থানীয় সরকার টাঙ্গাইল উপপরিচালক মো.শিহাব রায়হান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক। 

এসময় আরও উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ম্যানেজার ও জেলার সকল উপজেলা সমন্বয়কারীগণ।

সমন্বয় সভায় গ্রাম আদালত সম্পর্কে আউটরিচ বা প্রচার কার্যক্রম বিষয়ক সমন্বয় সভা আয়োজনের উদ্দেশ্য, প্রকল্পের কার্যাবলী, গ্রাম আদালতের মাধ্যমে মামলা দায়ের ও নিষ্পত্তির তথ্য, গ্রাম আদালতের মামলা নিষ্পত্তির পরিসংখ্যান, উপজেলা ভিত্তিক মামলার লক্ষ্যমাত্রা অর্জনের হার, গ্রাম আদালতের সুবিধা, গ্রাম আদালত কর্তৃক বিচারযোগ্য ফৌজদারী মামলাসমূহ,গ্রাম আদালতে বিচারযোগ্য দেওয়ানী মামলাসমূহ সম্পর্কে আলোচনা হয়।