স্টাফ রিপোর্টার:
টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের বাইমাইল মধ্যপাড়া গ্রামে ক্রয়কৃত জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত ০৫ জানুয়ারী সন্ধায় এক ভয়ঙ্কর মারপিটের ঘটনা ঘটেছে। এতে করে ঐ গ্রামের আমিনুল ইসলাম ও তার স্ত্রী রিয়া খাতুন প্রতিপক্ষের আক্রমনে মাথায় গুরুতর রক্তাক্ত জখম হয়েছে বলে খবর পাওয়া গেছে। সূত্র জানায়, জুয়েল গংদের সাথে আমিনুল ইসলামের দীর্ঘ দিনের পারিবারিক ও ক্রয়কৃত জমি সংক্রান্ত বিষয় নিয়ে শত্রæতা ও বিরোধ চলে আসছিল। এরই প্রেক্ষিতে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ০৫ জানুয়ারী সন্ধায় আনুমানিক ৬.০৩ ঘটিকায় এ ঘটনাটি ঘটেছে। আহত আমিনুল ইসলাম ও তার স্ত্রী রিয়া খাতুন গত ০৫ই জানুয়ারী থেকে ১১ই জানুয়ারী পর্যন্ত গুরুতর আহত অবস্থায় শেখ হাসিনা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এখন তারা সাময়িক শঙ্কা মুক্ত হলেও মাথায় গুরতর আঘাত প্রাপ্ত হওয়ায় দীর্ঘস্থায়ী ও উন্নত চিকিৎসার জন্য ডাক্তার পরামর্শ দিয়েছন বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী ও আহত আমিনুল ইসলাম জানান, জুয়েল ও মিলন উভয় পিতা কাবেল উদ্দিন, নাছিমা বেগম স্বামী কাবেল উদ্দিন, জিম আক্তার স্বামী মিলন, কাবিল উদ্দিন পিতা মৃত হায়েত আলী গংরা সকলেই আমার পরিচিত ও চেনাজানা ব্যাক্তি তারা সঙ্ঘবদ্ধ হয়ে আমাকে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যে পূর্বপরিকল্পনা করে আমার ও আমার স্ত্রীর মাথায় উপর দেশীয় অস্ত্র দিয়ে উপর্যপুরী অতর্কিত হামলার ঘটনা ঘটিয়েছে। এ বিষয় নিয়ে ঐ গ্রামে পক্ষ বিপক্ষদের মধ্যে থমথম পরিবেশ বিরাজ করছে। আহত আমিনুল ইসলাম ও তার পরিবারবর্গ জুয়েল গংদের পরবর্তী সন্ত্রাসী কর্মকার্ন্ডের ভয়ে নিরাপত্তাহীনতায় ভ‚গছে। তাই আহত আমিনুল ইসলাম ঘটনাটি সুষ্ঠ তদন্ত ও আইনানুগ বিচার চেয়ে টাঙ্গাইল সদর থানায় গত ১০ই জানুয়ারীতে একটি অভিযোগ দায়ের করেছেন। তদন্ত শেষে ঘটনার প্রকৃত আসামী সনাক্ত করে পুলিশ পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে বলে জানা গেছে।