টাঙ্গাইলে জেলা বিডিআর কল্যাণ পরিষদের মানববন্ধন

Spread the love

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে জেলা বিডিআর কল্যাণ পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের বিডিআর কল্যান পরিষদের প্রধান সমন্বয়ক সিপাহি মো: আরিফুল ইসলাম খান এর উপস্থিতিতে মানববন্ধনে বক্তারা বলেন, ২৫ – ২৬ ফেব্রুয়ারি ২০০৯ সালে পরিকল্পিত পিলখানা হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তি এবং চাকরীচ্যুত সকল বিডিআর সদস্যগণকে চাকরিতে পুনর্বহালের দাবি জানানো হয়।

এসময় বক্তারা আরো বলেন ফিলখানায় তৎকালীন সরকারের সুপরিকল্পিত হত্যাকাণ্ডের ঘটনায় ৫৭জন সেনা কর্মকর্তাসহ ৭৪জন দেশপ্রেমিককে আমরা হারিয়েছি এবং পরবর্তীতে এ হত্যাকাণ্ডের বিচারের নামে প্রহসনে ১৮ হাজারেরও বেশি নিরপরাধ বিডিআর সদস্যদের জেল জরিমানা এবং চাকুরিচ্যুত করা হয়।

মানববন্ধন থেকে বক্তারা বর্তমান অনর্বর্তীকালীন সরকারকে বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে বিচার সম্পন্ন এবং নিরপরাধ বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবি জানানো হয়। এ সময় মানববন্ধনে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ল্যান্স নায়েক রিপন, সিপাহি রাশেদ, সিপাহি সারোয়ার এবং হাবিলদার হারুন প্রমুখ।