স্টাফ রিপোর্টার :
টাঙ্গাইলে ডিসট্রিক্ট কোয়াটারের সংরক্ষিত এলাকায় বকাটেদের আড্ডা বন্ধ করতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
শনিবার (২০ মে) বিকেলে টাঙ্গাইল জেলা প্রশাসনের এনডিসি মোঃ খায়রুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
অভিযানে সড়ক পরিবহন আইন ২০১৮ এর আওতায় রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল ও লাইসেন্স বিহীন চালক সংরক্ষিত এলাকায় অপ্রয়োজনীয় ঘোরাফেরা ও আড্ডা জমানোর দায়ে রসুলপুর এলাকার হাফিজুর রহমানের ছেলে মুশফিকুর রহমান রিফাত (১৯) কে তিন হাজার টাকা জরিমানা করা হয় এবং অপর দুইজন একই এলাকার লুৎফর রহমান এর ছেলে সাব্বির (১৯) ও শহর আলীর ছেলে অনিক (১৯) সংরক্ষিত এলাকায় অপ্রয়োজনীয় ভাবে ঘোরাফেরা করবেনা বলে মুচলেকা দিয়ে চলে যায়।
অভিযানে আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। মোঃ খায়রুল ইসলাম জানান ভবিষ্যতে এধরনের অভিযান অব্যাহত থাকবে।
যুগধারা ডট টিভি/অন্তু