স্টাফ রিপোর্টার ঃ টাঙ্গাইলে শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্ম উৎসব উপলক্ষে তিন দিনব্যাপী চারুকলা প্রদর্শনী’র উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল শিশু একাডেমি মিলনায়তনে টাঙ্গাইল ক্রিয়েটিভ আর্ট স্কুলের উদ্যোগে এ চারুকলা প্রদর্শনী’র আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের এমপি। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের সাবেক পরিচালক (শিল্পনির্দেশনা) জাহিদ মোস্তাফা। টাঙ্গাইল ক্রিয়েটিভ আর্ট স্কুলের পরিচালক মুহা: আব্দুল মতিন তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল সাহিত্য সংসদের সভাপতি মাহমুদ কামাল, প্রবাসী চিত্রশিল্পী সাইদ উল হাসান বাপ্পী, মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যাপক তরুণ ইউসুফ প্রমুখ।