টাঙ্গাইলে দেলদুয়ারে বিনা মুল্যে চক্ষু চিৎসা ও শীতবস্ত্র বিতরণ

Spread the love

মুক্তার হাসান : টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বারপাখিয়া তরুণ প্রজন্ম সংগঠনের উদ্যোগে শনিবার দুপুরে বারপাখিয়া উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বারপাখিয়া তরুণ প্রজন্ম সংগঠনের ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষে বিনা মুল্যে চক্ষু চিকিৎসা সেবা ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এসময় তরুণ প্রজন্ম সংগঠনের সভাপতি রিপন মিয়ার সভাপতিত্বে ও সহ-সভপতি আমানুল্লাহ খন এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ও দেলদুয়ার সদরের সাবেক ইউপি চেয়ারম্যান আবু তাহের তালুকদার বাবলু। আরো উপস্থিত ছিলেন গ্রোথ টেকনোলজি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো. শহিদুল ইসলাম খান, বারপাখিয়া তরুণ প্রজন্ম সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক কাউছার আহমেদ খান, টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক তানভীর হাসান খান রুবেল, সংগঠনের উপদেষ্টা মো. হাবিবুর রহমান, আবুল কালাম আজাদ, মোয়াজ্জেম হোসেন, শাহজাহান মিয়া, লিয়াকত জামান, দেলোয়ার হোসেন, জাহাঙ্গীর হোসেন, ও মনির খান প্রমুখ। এছাড়া বারপাখিয়া তরুণ প্রজ¤œ সংগঠনের সকল সদস্য বৃন্দ।